অসময়ে নয়, শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ হওয়া প্রয়োজন
প্রতিবছর শীত এলেই দেশের নানা প্রান্তে তীব্র শীতপ্রবাহে অসহায় মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। এ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা সরকারি উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়। দুঃখজনক হলেও সত্য, শীতবস্ত্র বিতরণের বেশিরভাগ উদ্যোগই শীতের প্রায় শেষ দিকে গিয়ে বাস্তবায়িত হয়। যখন সহায়তার প্রকৃত প্রয়োজন সবচেয়ে তীব্র থাকে, তখন অনেকেই প্রয়োজনীয় উষ্ণতা পান না।
ডিসেম্বরের শুরুতেই শীতের প্রকোপ স্পষ্টভাবে অনুভূত হয়। বিশেষ করে গৃহহীন মানুষ, দিনমজুর, রিকশাচালক, পথশিশু এবং নিম্ন আয়ের মানুষের জন্য এই সময়টি অত্যন্ত কষ্টকর। অথচ বাস্তবে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন জানুয়ারির শেষভাগে এসে শীতবস্ত্র বিতরণ করে, যা মানবিক সহায়তার উদ্দেশ্যকে দুর্বল করে দেয়।
এ কারণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান থাকবে শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ নিশ্চিত করার। আগেভাগে পরিকল্পনা গ্রহণ এবং সময়মতো উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দুর্বল শ্রেণির মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
মানবিক বিবেচনায় পরিকল্পিত এবং কার্যকর উদ্যোগ হিসেবে শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণের দিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
রাইসুল ইসলাম রিফাত
শিক্ষার্থী, ইংরেজী বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
ইমেইল: raisulrifat8@gmail.com

