আগামী নির্বাচনে ধানের শীষের জনসমর্থন বাড়াতে গণসংযোগ করছেন বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা
মেহেদী হাসান পাপুল : আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের জনসমর্থন বাড়াতে শেরপুরে গণসংযোগ শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর রাতে শেরপুর জেলা শহরের সজবরখিলা ও বাগরাকসা এলাকায় গণসংযোগ করেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের শেরপুর-১ আসনের আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন, চাঁদাবাজ ও দখলদার বিএনপিতে নেই। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যবসা-বাণিজ্যে, দখলবাজি ও চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ বাহিনী। তাদের সেই প্রেতাত্মারা এখনো সক্রিয়। তিনি দাবি করেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীরা কখনই এ ধরণের টেন্ডারবাজি, সিন্ডিকেট বা দখলবাজির সঙ্গে জড়িত নয়। তবে, ৫ই আগস্টের পর বিএনপিতে একটি হাইব্রিড গ্রুপ এবং আওয়ামী লীগের দোসর বাহিনী একত্রিত হয়েই এসব করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যারা প্রকৃতপক্ষে বিএনপিকে ভালোবাসেন, তারা অবৈধভাবে টাকা উপার্জন করতে পারেন না। আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান ডা. প্রিয়াংকা।