আগুন –আব্দুর রাজ্জাক
আগুন আমায় পুড়িয়ে দিচ্ছে!
মাগো তোমার কোলের মাঝে নাও।
কী যে কষ্ট! দমটা বুঝি কেড়েই নিচ্ছে!
জড়িয়ে ধরে একটু আদর দাও !
প্রাণ বাঁচাতে ছুটছি আগুন ফুঁড়ে
মাগো! আমায় জলদি বুকে ধরো!
তোমার মাণিক যাচ্ছে কেমন পুড়ে
জাপটে ধরে একটু আদর করো!
ভীষণ কষ্ট ! বুকটা বুঝি এই ফেটে যায়!
কোথায় মাগো! একটু পানি দেবে?
প্রাণটা বুঝি এই চলে যায় জল তিয়াসায়?
আর পারি না! কখন কোলে নেবে?
মাগো আমি ঘুমিয়ে যাব তোমায় ধরে
আর কখনো উঠব না।
রাত পোহালে সকাল হলে অমনি করে
আর আমাকে ডেকো না।
আর বলো না- খোকা! এক্সজাম আছে
ভোর হয়েছে জলদি ওঠো সোনা!
টিফিন বক্সে ডিম-পরাটা নাস্তা আছে
তোতাপাখি! সবটা খেতে ভুলো না!
আমার যত খেলনা আছে বোনকে দিও
থাকবে আমার পুষি বিড়াল, যত্ন নিও।
আমার ভাগের দুধটা ওকেই দেবে
আমায় ভেবে ওকেই কোলে নেবে!
পুষির ঘুঙুর হারিয়ে গেছে
একটা দিও কিনে।
আমার খুনে দায়ী যারা
তাদের রেখো চিনে।