কিশোরগঞ্জ সদর উপজেলার নবযোগদানকৃত ইউএনও মোঃ তরিকুল ইসলামের মতবিনিময়
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম মতবিনিময় সভা করেছেন । মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন এই নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা,কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সালাতুর রহমান ভুইয়ার পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন সদর উপজেলার ভাইসচেয়ারম্যান আব্দুস সাত্তার,সিনিয়র মৎস্য ককমকর্তা আ.ন.ম.আশরাফুল কবীর,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মোজাম্মেল হক, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মাইজখাপন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু,বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মারিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ, লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আ.রাজ্জাক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী প্রমুখ।
সভায় কিশোরগঞ্জ সদর উপজেলায় নবযোগদানকৃত ইউএনও মোঃ তরিকুল ইসলাম সদর উপজেলাকে ঢেলে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Awesome! Its really awesome paragraph, I hav goot much clear idea about frm
this paragraph. https://hallofgodsinglassi.Wordpress.com/