খালেদা জিয়ার সুস্থতা কামনায় গফরগাঁওয়ে শ্রমিক দলের দোয়া মাহফিল
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় দিকে উপজেলা সদরে জামতলা মোড় সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ডে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম পারভেজের সভাপতিত্বে ও শ্রমিকদল নেতা নূরুল আমিন খন্দকারের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এ কে এম আনছার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহাম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস দুলাল, সদস্য মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য শফিক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু আব্দুল্লাহ আল বাপ্পি, পৌর কৃষকদলের যুগ্ন আহবায়ক মাজহারুল হক হিমেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল হক মিন্টু, সদস্য অভি আলম, শ্রমিক দল নেতা কাজল সরকার, মোঃ হুমায়ুন, জজ মিয়া, মোঃ রাজন, ফরহাদ হোসেন রনি, উপজেলা ছাত্র দলের সদস্য সোহান ও পৌর ছাত্রদলের সদস্য আল আমিন, শ্রমিক দলের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ প্রমুখ।
এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

