গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের আফতাব টাওয়ার দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ফজলুল হক, মাওলানা যোবায়ের আহমাদ, সেক্রেটারি মুফতি আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আশরাফ বিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আমিনী,
পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, যুব আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন বিপ্লবী ও শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।