গফরগাঁওয়ে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পে দোকান পেল ভিক্ষুক জায়েদা খাতুন

রফিকুল ইসলাম খানঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে মালামালসহ দোকান পেল ভিক্ষুক জায়েদা খাতুন (৪০)।

সোমবার (২৯ মে) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান হাসপাতাল রোডে মালামালসহ দোকান হস্তান্তর করেন।

উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের সিরাজ উদ্দিন সিরুর স্ত্রী ভিক্ষুক জায়েদা খাতুনের কাছে মালামালসহ এ দোকান হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার তাসলিমা খাতুন, সাংবাদিকসহ সমাজ সেবা কার্যালয়ে কর্মকর্তা -কর্মচারীরা।

ভিক্ষুক জায়েদা খাতুন বলেন, দোকান পেয়ে আমার অনেক উপকার হয়েছে এখন আর স্বামী সহ আমার ভিক্ষা করতে হবে না। পরিবার নিয়ে চলতে পারবো।

গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, ভিক্ষুকদের পুর্নবাসনের অংশ হিসেবে আজকে জায়েদা খাতুনকে মালামালসহ দোকান হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *