অন্যান্যজাতীয়

গফরগাঁওয়ে শিব মন্দিরে দানবাক্সে টাকা চুরি

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শিব মন্দিরে রক্ষিত দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় সাহাবাড়ি পুকুর পাড় সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দিরে এ চুরি ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার শিব মন্দিরের সাধারণ সম্পাদক অনিক সাহা চৌধুরী অজ্ঞাত আসামির বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, শ্রী শ্রী শিব মন্দিরে বিভিন্ন পূজায় অসংখ্য ভক্ত অনুরাগীর আগমন হয়। যাওয়ার সময় তারা মন্দিরের উন্নয়ন ও পূজার জন্য সাধ্য অনুযায়ী আর্থিক সাহায্য করে যান। এতে ২০/২৫ হাজার টাকা জমা হয়। বছরে ২/১ বার দান বাক্স খুলে যা টাকা হয় সেই টাকায় শিব মন্দির কমিটির লোকজন মন্দিরের উন্নয়ন ও পূঁজায় খরচ করেন।
গফরগাঁও উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক ও শিবমন্দিরের সভাপতি শ্রী মৃদুল সাহা চৌধুরী এ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, দান বাক্সে অনুমান ২০/২৫ হাজার টাকা ছিল। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শিবমন্দিরে রডের গ্রিল কেটে বা বাঁকিয়ে ভিতরে প্রবেশ করে দান বাক্সের তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। সকালে মন্দিরে গিয়ে চুরির ঘটনা জানতে পারি।

গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।