জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

গফরগাঁওয়ে ২০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২০টি পূঁজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরশহর সহ অন্যান্য ইউনিয়নের মণ্ডপগুলোতে পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে প্রতিমা নির্মাণ এবং রং এর কাজ শেষ, চলছে  সাজসজ্জার কাজ।
এবার উপজেলার গফরগাঁও থানার ৭ ইউনিয়নে ৬ টি, পাগলা থানার ৮ ইউনিয়নের ১১ টি ও পৌরসভায় ৩টি সহ মোট ২০টি পূঁজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। ২০টি পূঁজা মণ্ডপের মধ্যে পৌরসভায় ৩টি, যশরা   ইউনিয়নে ২টি, রাওনা ইউনিয়নে ৩টি, গফরগাঁও ইউনিয়নে ১টি. পাইথল ইউনিয়নে ১টি, নিগুয়ারী ইউনিয়নে ৫টি, টাংগাব ইউনিয়নে ১টি, মশাখালী ইউনিয়নে ২টি, পাঁচবাগ ইউনিয়নে ১টি, উস্থি ইউনিয়নে ১টি রয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া মতবিনিময় ও খোঁজ খবর নিচ্ছেন।

২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিটি মন্ডপে ঢাকের বাদ্য মেতে উঠবে হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি।

প্রশাসন জানান, পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ও গ্রাম পুলিশ সদস্যরাও প্রতিটি পূঁজা মণ্ডপে নিরাপত্তায় জোরদার কাজে নিয়োজিত রয়েছেন।