গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত
আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাঊষা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জনের বেশি লোক গুরুতর আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট ২০২৫ ইং তারিখ সকাল সাড়ে ৮টার দিকে ফেরদৌস মিয়া ও হিমেল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
ফেরদৌস মিয়া বাদী হয়ে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, প্রতিপক্ষ আর্শেদ আলী, সাহেদ মিয়া, তুহিন মিয়া, শাহিন মিয়া, মতি মিয়া, নাহিমা, কাইয়ুম ও ফাতেমা সহ কয়েকজন তার বাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালায়। এতে তার চাচাতো ভাই জজ মিয়া (২৬), ফুফু মিনা (৪০), ভাই আছম (৪০) ও মা রাহেলা (৬২) গুরুতর জখম হন। আহতদের প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, হিমেল মিয়া নামের অপর পক্ষও থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ফেরদৌস মিয়া ও তার সহযোগীরা তার দুই চাচা আরসাদ আলী (৪৫) ও সাহেদ মিয়াকে গাছ রোপণের সময় হামলা চালিয়ে আহত করেন। এ সময় হিমেলের দুই চাচি নাছিমা (৪০), ফাতেমা (৪২) ও চাচা মতি মিয়া (৫৮) গুরুতর আহত হন। এছাড়া তার বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ এক লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উভয় পক্ষই অভিযোগ করেছে যে, প্রতিপক্ষ সুযোগ পেলে হত্যা ও মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
#