গৌরীপুরে পুরাকৃর্তির সন্ধানে প্রত্নতাত্ত্বিক টিম
আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর ২৩ জুলাই (বুধবার) উপজেলার কিল্লা বোকাইনগর ও কিল্লা তাজপুর প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থান। উল্লেখিত স্থান দুটি পুরাকৃর্তি হিসাবে সংরক্ষনের জন্য জরুরি ভিত্তিতে মতামতসহ প্রতিবেদন পেশ করার জন্য প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান এর অফিস আদেশ রয়েছে। সম্প্রতি পরিদর্শন করেন ঢাকা ময়মনসিংহ প্রত্নতাত্ত্বিক বিভাগীয় ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন,প্রত্নতাত্ত্ব অধিদপ্তরের সার্ভেয়ায়র মোঃ লোকমান হোসেন,ফটোগ্রাফার শুভ্র পাল ।
জরিপ টিমের সহযোগীতা করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, লেখক গবেষক আনোয়ার হোসেন শাহীন ও রায়হান উদ্দিন সরকার ।
টিম দিন ব্যাপি মাঠ পর্যায়ে অনুসন্ধান করেন বোকাইনগরের পাঠান বীর ওসমান খার দুটি কেল্লা, সম্রাট আলমগীর আমলের শাহী মসজিদ,বাসাবাড়ি জমিদার বাড়ী, কালী বাড়ী,গোসাই বাড়ী,যুগল কিশোর রায় চৌধুরীর নির্মিত সড়ক, সন্নাসী মঠ। পরে বিবি সখিনার স্মৃতি বিজরিত কিল্লা তাজপুর এর দেওয়ান বাড়ি, টাকশাল।