গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আনোয়ার হোসেন শাহীনঃ আগামী শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর সেনা ক্যাম্প ইনচার্জ আনোয়ার হোসেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম, উপজেলা আনসার ভি.ডি.পি কর্মকর্তা শহিদুল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল সরকার ও সাধারণ সম্পাদক অমল দাস, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস, উপজেলা জামায়াতের আমীর মোঃ বদরুজ্জামান, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, উপজেলা এনসিবি’র সভাপতি মাহমুদুল হাসান, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম, বাবু মানিক সরকার, অজিত চৌহান সহবিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর গৌরীপুর উপজেলায় মোট ৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।