তারাকান্দায় জেলা প্রাথমিক অফিসার ওবায়দুল্লাহ কে সংবর্ধনা
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (২০২৪) জাতীয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় ওবায়দুল্লাহ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮মে) তারাকান্দা উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ কে সংবর্ধনা ও সম্মাননা স্বারক দেওয়া হয়।
তারাকান্দা উপজেলা শিক্ষা আফিসার জীবন আরা বেগম’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা সহকারী শিক্ষকা অফিসার শ্রীবাস চন্দ্র পাল ও কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোখছেদুল ইসলাম,রুহুল আমিন,আব্দুল হান্নান,ওবায়দুল হক,আব্দুল জব্বার,কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষকগণ প্রমূখ।