জাতীয়রাজনীতি

ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় র‌্যালী

ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিজয় র‌্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের সাবঃরেজিস্টার জামে মসজিদ থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।

 

এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের মূল ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে দেশ গঠনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

এই গৌরবময় বিজয় র‌্যালিতে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী।