ত্রিশালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর ত্রিশালে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে ত্রিশাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, সরকারি কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল, এএসপি সার্কেল (ত্রিশাল) অরিত সরকার, ত্রিশাল থানার ওসি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল প্রমূখ।
magnificent submit, very informative. I wonder why the other specialists of this
sector don’t realize this. You must proceed your writing.
I’m confident, you have a great readers’ base already! https://Glassi-greyhounds.mystrikingly.com/
Thwnk you for sharing your thoughts. I ruly appreciate your efforts and I will be waiting for yor further post thank you once again. https://ukcarers.co.uk/employer/tonebet-casino/