জাতীয়

ত্রিশালে সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে সততা স্টোর উদ্বোধন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কানিহারী ইউনিয়নের বড়মা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলেক্ষ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সততা স্টোর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া।

ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য দেন বড়মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ,

এ সময় শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।