অর্থনীতিকৃষি ও শিল্পজাতীয়

ধোবাউড়ায় গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় গারো জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ধাইরপাড়া ধর্মপল্লীতে এই উৎসব উদযাপিত হয়।

গারো তরুণীরা নেচে গেয়ে উৎসবমূখর পরিবেশে ওয়ানগালা উৎসব উদযাপন করেন।

ওয়ানগালা উৎসবে ফাদার ভ্যারুয়েল চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া ট্রাইবাল ওয়েয়লফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও।

উল্লেখ্য ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত গারো জনগোষ্টীর প্রধান ও সামাজিক উৎসব ওয়ানগালা। প্রতিবছর ফসল তোলার সময় অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব উদযাপিত হয়।