ধোবাউড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
ধোবাউড়া প্রতিনিধিঃ মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়েছে।
সভায় প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মনোয়ারুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, আছমত আলী, আব্দুর রশিদ, মনসুর আলম, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হাশেম।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।