জাতীয়

ধোবাউড়ায় সবজির বাজারে উত্তাপ, হতাশায় ক্রেতা সাধারন

ধোবাউড়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ধোবাউড়ায় সবজির বাজারে দামের উত্তাপ ছড়াচ্ছে। উপজেলার সবগুলো বাজারেই দিন দিন বাড়ছে সবজির দাম। এতে প্রান্তিক এলাকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে চরম হতাশায় রয়েছেন ক্রেতা সাধারন। উপজেলার ধোবাউড়া, কলসিন্দুর, মুন্সিরহাটসহ বেশ কয়েকটি বাজারে সরেজমিন ঘুরে দেখা যায়, আলু ছাড়া সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। লাগামহীন নিত্যপণ্যের দামে অস্বস্থিতে জনজীবন। বেগুন, করলা, ঝিঙ্গা বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৮০ টাকা কেজি। এছাড়াও প্রায় সব তরকারীর বাজার ছড়া। এতে হাসফাঁস করে চলছে সাধারণ মানুষের জীবনযাত্রা।

ফজর আলী নামে এক ক্রেতা জানান, আমরা সাধারণ কৃষক মানুষ, ৮০ টাকা কেজিতে তরকারি কিনে পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে। হামিদুল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, নিত্যপণ্যের দামে আমাদের জীবনে চরম অস্বস্তি নেমে আসছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ধার দেনায় চলছে তাদের পরিবার। প্রশাসনের বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

এ ব্যাপারে ধোবাউড়া বাজারের কাচামালের পাইকারি ব্যবসায়ী শামিম মিয়া বলেন, বৃষ্টি এবং উৎপাদন কম তাই তরকারীর দাম বাড়তি।শাক সবজি ছাড়াও বেড়েছে পেয়াঁজের দাম। এক লাফে পেয়াঁজের দাম বেড়েছে ৩০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন বলেন,জেলা মিটিং এ কথা বলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।