অন্যান্য

নান্দাইলে এনসিপি কর্মী’র উপর হামলা; থানায় অভিযোগ

নান্দাইল প্রতিনিধিঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী’র উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ফাইজুল ইসলাম নামে ওই কর্মী’র উপর হামলার ঘটনাটি ঘটেছে পৌরসদর দক্ষিণ চারিআনিপাড়া মহল্লায় নওয়াবাড়ি সেতুর মোড়ে। এ ঘটনায় ওই কর্মীর ভাতিজা রাসেল মিয়া বাদি হয়ে ৩ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,নান্দাইল পৌরসভার দক্ষিণ চারিআনিপাড়া মহল্লার মৃত নেকবর আলীর পুত্র রাসেল মিয়াসহ তার পরিবারের সাথে প্রতিবেশি মৃত আব্দুল খালেকের ছেলে আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন সরকারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২ মে শুক্রবার সন্ধ্যায় বাদির চাচা উপজেলা এনসিপি’র সক্রীয় কর্মী ফাইজুল ইসলাম (পিতা মৃত নুরুল ইসলাম) নান্দাইল বাজারের যাবার জন্য বাড়ি থেকে বের হন। পাশে নওয়াবাড়ির সেতুর মোড়ে মতিন মিয়ার দোকানের সামনে পৌছা মাত্রই প্রতিপক্ষ মোবারক হোসেন সরকার কয়েকজনকে নিয়ে ফাইজুলের উপর আক্রমণ চালায়। তারা ফাইজুলকে জোরপূর্বক সড়কের পাশে নিয়ে রড দিয়ে উপুর্যপুরি আঘাত করতে থাকে। পরে ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালিব, শামীম ও সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিক্ষের সাথে অনেকের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারা একই জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করে ঝামেলা সৃষ্টিতে পটু।

বাদী রাসেল মিয়া জানান, অভিযোগ দায়েরের পর থানার ওসি সাহেব বিষয়টি মিমাংসা করার জন্য এলাকাবাসীদের তিন দিনের সময় দিয়ে জানান অন্যথায় মামলাটি তিনি নথিভূক্ত করবেন। কিন্তু নির্ধারিত দিনেও বিষয়টির কোন মিমাংসা হয়নি, আবার তারাও (বাদিপক্ষ) ওসির সাথে গিয়ে দেখা করেননি। এদিকে অভিযুক্ত মোবারক হোসেন সরকারের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য সংগ্রহ করা যায়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দেরকে বিষয়টি মিমাংসা করে দেবার জন্য বলে এসেছি। কিন্তু এরপর কেউ আর তাঁর সাথে যোগাযোগ করেনি।