নিজ গ্রাম থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন ‘হাত পাখা’র প্রার্থী ইব্রহীম খলিল উল্লাহ্
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: নিজ গ্রাম থেকে আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে ভোট প্রার্থনা শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাত পাখা’র প্রার্থী মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের খাঘাটি নতুন বাজারে আনুষ্ঠানিক ভাবে প্রচারাভিযান ও ভোট প্রার্থনা শুরু করেন। এ উপলক্ষে নতুন বাজারে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাত পাখা’র প্রার্থী মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীরসাহেব চরমোনাই আমাকে ‘হাত পাখা’ প্রতীক দিয়ে আপনারদের কাছে পাঠিয়েছেন। ভৌগোলিক কারনে ত্রিশাল সংসদীয় আসনের দক্ষিণ এলাকায় কোন সংসদ সংদস্য প্রার্থী হয় নাই। যেহেতু দল আমাকে প্রার্থী বানিয়েছে তাই দলমত নির্বিশেষে দক্ষিণ ত্রিশালের সকলকে ঐক্যবদ্ধভাবে হাত পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমঝোতা থেকে বের হয়ে আসলেন তিনি তার ব্যাখ্যা প্রদান করে বলেন, বাংলাদেশে একমাত্র ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশই আছে যারা শুধুই বাংলাদেশে ইসলাম কায়েম বা শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন করছে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমীক আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

