পূর্বধলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ
শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই, মাসকান্দা, লক্ষিপুর, উলুকান্দা, হাপানিয়া ও প্রতাবপুর গ্রামের ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও ১টি করে কম্বল।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা এর উপ-পরিচালক মো. নূরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
There’s definately a lot tto learn about this issue.
I like all of the points yoou made. https://glassi-info.blogspot.com/2025/08/deposits-and-withdrawals-methods-in.html
I have been surfing online more than three hours today, yet I never found any interesting
article like yours. It is pretty worth enough for me.
Personally, if all webmasters and bloggers made good content
as you did, the net will be a lot more useful than ever before. http://Zenithgrs.com/employer/tonebet-casino/