ফুলবাড়িয়ায় বাসচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
ফুলবাড়িয়ায় বাসচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি সর্বস্তরের মানুষের
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান তেলের পাম্প এলাকায় আলম এশিয়া প্রা.লি.পরিবহনের বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘুমন্ত থাকা চালক জুলহাসের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের গেইটের সামনে ‘ছাত্র জনতা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ফুলবাড়িয়ার সর্বস্তরের মানুষ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,“ঘুমন্ত একজন মানুষের ওপর এমন নৃশংস হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নিহত জুলহাসের বড় বোন ময়না আক্তার বলেন, এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো আসামি ধরা হচ্ছে না ,আমার ভাই কবরে আসামিরা কেন গোড়াফেরা করছে।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড জননিরাপত্তা কে হুমকির মুখে ফেলছে। প্রয়াত চালক জুলহাসের পরিবারের পাশে দাঁড়ানো ও ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য এ দাবি জানান তারা।

