বিজয় দিবসে ত্রিশাল প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের দরিরামপুরস্থ মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ সরকারী, বেসরকারী সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ত্রিশাল প্রেস ক্লাবের পক্ষ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ এইচ এম জোবায়ের হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সদস্য ফয়জুর রহমান ফরহাদ, মামুনুর রশিদ, আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ, আহসান হাবিব, আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।

