ময়মনসিংহের ভালুকায় ১১টি ইউনিয়নে ৩৬টি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ
চোখের রোগী বাছাই করে সানি অপারেশসহ চোখের যাবতীয় চিকিৎসা বিন্যামূল্যে প্রদান করা হবে।
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় ১১টি ইউনিয়নে ৩৬টি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি গ্রামীন ও প্রান্তিক জনগোষ্টীর চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তিনি হবিরবাড়ী ইউনিয়নে নিজে এ স্বাস্থ্য সেবা কাজ উদ্বোধন করেন। এসময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, বিএনপি নেতা আমিনূল ইসলাম খান বাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তার ভাতিজা সিবিএমসিবি ড্যাব সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা: তোফায়েল উদ্দিন আহামদ। এ স্বাস্থ্য সেবা ক্যাম্পে সিবিএমসিবি ড্যাব সাংগঠনিক সম্পাদক ডা: মাহফুজুল আলম লিটন, ডা: আব্দুল্লাহ আল হেল ওয়াসি খান জনি, ডা: রাজিব সরকার, ডা: মোবাশ্বের তানিম। স্বাস্থ্য সহকারী হিসেবে নাজমুল হক সরকার, শহীদ উল আলম। এছাড়াও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোয়িশনের জেলা সভাপতি ডা. শফিকুল ইসলাম খানের ব্যবস্থাপনায় প্রতিটি ক্যাম্পে একজন ডাক্তার, দুইজন উপসহাকারী মেডিক্যাল অফিসার বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ কার্যক্রমে টাকা না নিয়ে সহযোগিতায় করছেন।
বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ কায়ক্রম পরিচালনায় রয়েছেন ছাত্রদল নেতা সৈকত তালুকদার। ডা: তোফায়েল উদ্দিন আহামদ জানান, বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পে ডায়াবেটিস, প্রেসার পরীক্ষা, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগের চিকিৎসা এবং বিন্যামূলে ওষুধ দেয়া হচ্ছে। এতে গ্রামের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নারী-পুরুষ মিলে স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিনই শতশত রোগী এ ক্যাম্পে চিকিৎসা এবং ওষুধ নিতে আসছেন। আমি একজন ডাক্তার হিসেবে এবং সংশ্লিষ্টদের নিয়ে এ কাজে অংশগ্রহন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরবর্তীতে মানুষের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম করা হবে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানান, শুক্রবার বাদে এ কার্যক্রম আগামী ফেব্রুয়ারী প্রতিদিনই পযন্ত চলবে। এ ক্যাম্প থেকে চোখের রোগী বাছাই করে সানি অপারেশসহ চোখের যাবতীয় চিকিৎসা বিন্যামূল্যে প্রদান করা হবে।

