ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে স্ট্যান্ডার্ড এডুকেশন ট্রাস্ট এর মাধ্যমে পরিচালিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ আফরোজ খান মডেল স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ই নভেম্বর দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হাসিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আফরোজ উদ্দিন খান এর সহ-ধর্মীনি মনোয়ারা খাতুন, আফরোজ খান মডেল স্কুলের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আফরোজ খান মডেল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হায়দার খান, এস.এম রায়হান।

