জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

ময়মনসিংহে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিষ্কার

তারাকান্দা প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দায় এইচ,এস সি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দুই  শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত শিক্ষকরা হলেন,ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক আঃ হান্নান তালুকদার ও  ইসলামী শিক্ষার প্রভাষক মো. আঃ কাদির।
২৬ জুন (বৃহস্পতিবার) ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় এই দুই  শিক্ষককে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন বলেন-ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে কর্তব্য কাজে গাফিলতির জন্য অভিযুক্ত ২ শিক্ষককে ১ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
কেন্দ্রে পরিদর্শনে কালে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরাইয়া,কেন্দ্র ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী সালাউদ্দিন ইউসুফ,মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদার।