জাতীয়

ময়মনসিংহে জুলাই আন্দোলনকারী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি দাবিতে ঢাকা ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি দাবিতে ঢাকা ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকেই বন্ধ রয়েছে বাস চলাচল। এতে দূর্ভোগে পড়েছেন যাত্রীগণ। নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাচ্ছেন। এতে করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীগণ। গত ৯ অক্টোবর জুলাইযোদ্ধা রায়হান এর সাথে ময়মনসিংহে মাসকান্দা বাসস্ট্যান্ডে লাইনম্যান অরুণ ঝন্টুর সাথে বাসে দেরিতে উঠার ক্ষেত্রে বাকবিতন্ডা হয়। অভিযোগ উঠে জুলাইযোদ্ধা রায়হানকে মারধরের। ঘটনার জানাজানি হলে জুলাই আন্দোলনকারীরা রাত আনুমানিক ৯ টায় মাসকান্দা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে জুলাইয়ের শহীদ সাগরের হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা আমিনুল হক শামীমের ১৬ টি ইউনাইটেড বাস বন্ধ করাসহ অরুণ ঝন্টুর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন এবং ইউনাইটেড বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে অরুণকে গ্রেফতার করে। ভোগান্তি কমাতে রাতেই জেলা প্রশাসন উদ্যোগ নেয়।

আমিনুল হক শামীমের বাস বন্ধ করার সিদ্ধান্ত হলে প্রশাসনের এমন আশ্বাসের পর ইউনাইটেড বাস চলাচল বন্ধের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা। এরপর শনিবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা দীঘারকান্দা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ নিয়ে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে সমস্যার সমাধান করার আশ্বাস দিলে শনিবার সন্ধ্যা থেকে যান চলাচল শুরু করে। কিন্তু ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। আজ সকাল থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও।

এদিকে মাসকান্দা বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে আজ সকাল থেকেই ব্যানার নিয়ে অবস্থান করে। এ সময় ব্যানারে উল্লেখ থাকে মিথ্যে অপবাদে পেটে লাথি দেয়া চলবে না ,ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না, ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই এবং শ্রমিক ও যাত্রী হয়রানী থেকে মুক্তি চাই।

পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন যাত্রীদের। ফলে দ্রুত আলোচনার প্রেক্ষিতে এর সমস্যার সমাধান করে যাত্রীদের ভোগান্তি দূর করার আহবান জানান যাত্রীগণ।