ময়মনসিংহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
শহর প্রতিনিধি:ময়মনসিংহ সদর উপজেলায় রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী ও হাইব্রিড) জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহ এর উপ- পরিচালক মো: এনামুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী।
ময়মনসিংহ সদর উপজেলা কৃষি প্রণোদনা ও পূর্নবাসন বাস্তবায়ন কমিটি এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে, কৃষকের পেট ভরা থাকলে দেশ ভরা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

