ময়মনসিংহে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
ময়মনসিংহে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ অংশগ্রহণ করেন। আলোচনায় পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীর সুবিধা বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার ময়মনসিংহের অর্থনৈতিক সম্ভাবনা এবং তা বাস্তবায়নের মধ্য দিয়ে ব্যবসায় উন্নয়ন ও বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণে কার্যক্রমের কথা উল্লেখ করেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার কর্মকর্তা বলেন, ব্যবসায়িদেরকে ৪% হারে ক্ষুদ্রঋণ সহায়তা করা হবে। ময়মনসিংহ মেছুয়া বাজার কমিটির সভাপতি বলেন, ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের সঠিক প্রশিক্ষণ এবং আর্থিক ক্ষুদ্রঋণ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমন ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিআইডি,ময়মনসিংহ