কৃষি ও শিল্পজাতীয়

ময়মনসিংহে মেছুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় সাড়ে পাঁচ হাজার পলিথিন জব্দ

শহর প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার ৪ শত ৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়। গত ১১ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর কোম্পানী, র্যাব-১৪, উপ-অধিনায়ক স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনগনদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক)/১৫(১) ধারায় পরিবেশ বিরোধী পলিথিন মজুদ করে বিক্রয় করায় শুকরিয়া এন্টারপ্রাইজকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আদায় করতঃ ৫২০ (পাঁচশত বিশ) কেজি পলিথিন, শুকরিয়া এন্টারপ্রাইজ গোডাউন হতে ২৫৫৮ (দুই হাজার পাঁচশত আটান্ন) কেজি পলিথিন, ফারুকের গোডাউন হতে-১০৩৯ (এক হাজার উনচল্লিশ) কেজি পলিথিন এবং বিআরবি ক্লথ প্রতিষ্ঠান হতে-১৩২৯ (এক হাজার তিনশত উনত্রিশ) কেজি পলিথিন সহ সর্বমোট ৫,৪৪৬ (পাঁচ হাজার চারশত ছেচল্লিশ) কেজী পলিথিন জব্দ করা হয়।