জাতীয়

ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ২২ জুলাই ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের শুরুতেই ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজ বিমান বিধস্ত হওয়ার ঘটনায় নিহত সকল কোমল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১ মিনিট শোক নীরবতা পালন করা হয়। সেই সাথে যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোখলেছুর রহমান দুলাল। সংগঠনটির সাধারণ সম্পাদক বাবলী আকন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ আব্দুর রশিদ, শ্রমিক নেতা বিশ্বজিৎ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দর্জি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়ন আন্দোলন করে যাচ্ছে। সম্প্রতি মালিকদের ষড়যন্ত্র ও চক্রান্ত তীব্রতর হয়ে উঠেছে।  যখন তখন কারখানা থেকে বের করে দেয়ার হুমকি, গালিগালাজ করা, সার্ভিস বেনিফিট না দেয়া,চাকুরীচ্যুত শ্রমিকদের কোন কারখানাতে কাজে না নেয়া,অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় অভিজ্ঞ কারিগরদের কাজ না দিয়ে বাইরে থেকে কারিগর আনানো,নিয়োগপত্র পরিচয়পত্রসহ গেজেট বাস্তবায়ন না করার মতো অনিয়ম ও শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের উপর শোষণ চালাচ্ছে। সম্প্রতি শহরের মৌসুমী কারখানার ৪ জন শ্রমিককে  মালিক ষড়যন্ত্রমূলকভাবে ছাঁটাই করে। এ সময় আইন স্বীকৃত  সার্ভিস বেনিফিট দাবি করলেও আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয় নি। সাম্প্রতিক সময়ে এই কারখানাসহ বিভিন্ন কারখানায় নতুন শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। অথচ শ্রম আইনের ধারা- ২০ অনুযায়ী নতুন কর্মি নিয়োগের ক্ষেত্রে ছাটাইকৃত শ্রমিকদের অগ্রাধিকার দেয়া বাধ্যতামূলক। কিন্তু শ্রমিকের প্রয়োজন থাকা সত্ত্বেও মালিকরা ছাটাইকৃত চারজন শ্রমিককে গত ৪ মাস যাবত কাজ দিচ্ছে না। সুস্পষ্টভাবে এটি শ্রম অসদাচরণ। এর  ফলে এদের পরিবারগুলো নিয়ে অতি কষ্টে দিন চালাচ্ছে। মালিকদের এ ধরনের ষড়যন্ত্র পরিহার না করলে এবং উক্ত শ্রমিকের কাজের ব্যবস্থা না করলে শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিবেন বলে মালিকদের হুঁশিয়ারি করা হয়। অতি দ্রুত মালিক সমিতিকে আলোচনায় বসার আহবান জানান নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি