অর্থনীতিকৃষি ও শিল্পজাতীয়

মুক্তাগাছায় শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্পের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের নন্দীবাড়ীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলার প্রকল্পভুক্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থীগণ, ভিডিসি সদস্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ, ফুলবাড়িয়া এপি ম্যানেজার ন¤্রতা হাউই, শিক্ষক নেতা হাবিবুর রহমান হিরা, হামিদা সুলতানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ আলী, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মানকোন উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ সরকার, ফুলবাড়ীয়ার শিক্ষক দেলোয়ার হোসেন খান, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য শামসুন্নাহার বেগম রেখা, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রিমা রেবেকা মুরমু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী কৃষক, শিক্ষক ও অন্যান্য অংশীজন তাদের অভিজ্ঞতা, প্রকল্পের সফলতা, ব্যর্থতা তুলে ধরে মতবিনিময় করেন। এতে বিভিন্ন দিক নিয়ে সরসরি প্রশ্ন ও উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়। আনন্দঘন পরিবেশে প্রকল্পের আনুষ্ঠানিক সমাপতি অনুষ্ঠিত হয়।