জাতীয়শিক্ষা ও সংস্কৃতি

মুক্তাগাছার কুমারগাতাকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার ৪নং কুমারগাতা ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করে স্কুলগামী শিশুদের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কুমারগাতা ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন। ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসক প্রকৌশলী মো. তারা মিয়া, ইউপি সচিব আফরোজা বেগম, ইউপি মেম্বার শাফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কুমারগাতা ইউনিয়নের ১৫৫ জন দরিদ্র শিশুকে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে বিদ্যালয়মুখি করা হয়েছে। এর মধ্যে পারিবারিক আর্থিক দিক বিবেচনায় ৩৯জন শিশুর পরিবারকে শর্ত সাপেক্ষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়েছে। এইসব শিশুর পরিবারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয় যে, এই টাকা কোন আয়বর্ধক কাজে বিনিয়োগ করবে এবং তাদের শিশুকে নিয়মিত স্কুলে পাঠিয়ে পড়ালেখা করাবে।