ময়মনসিংহে ব্রহ্মপুত্রের উপর দৃষ্টি নন্দন সড়কসেতুর কাজ আগামী ডিসেম্বরের দিকে শুরু হতে পারে ঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ বিভাগে উন্নীত হওয়ার পর এর বিভাগীয় সদর দপ্তর প্রতিষ্ঠাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি ব্রহ্মপুত্র নদের ওপারের মানুষের সাথে শহুরে সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ব্রহ্মপুত্র নদের উপরে ময়মনসিংহের মরাখলা রেলব্রিজের পাশেই দৃষ্টি নন্দন সড়কসেতু আগামী ডিসেম্বরের দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান। গত ২০ আগষ্ট ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তিনি ময়মনসিংহের সন্তান। ময়মনসিংহের নাগরিকদের বিভিন্ন দূর্ভোগ দুর্দশায় তিনি সবসময় পাশে আছেন,থাকবেন। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় তাঁর পাশে থাকার আহবান জানান।
রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিকদের দুর্ভোগ দুর্দশা তুলে ধরে এর সমাধানের নিমিত্তে ময়মনসিংহের প্রতিমন্ত্রীগণ, মেয়র, নির্বাহী প্রকৌশলীগণসহ এক গোল টেবিল বৈঠকের আয়োজনের প্রস্তাব করেন দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক। প্রতিমন্ত্রীসহ অন্যান্য সাংবাদিকগণ এ প্রস্তাবে সাড়া দিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজনকে সমর্থন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এ জেড ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিনিয়র আইনজীবী এএইচএম খালেকুজ্জামান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Thank you for every other informative blog. Where else may I am getting
that kind oof information written in such a perfect approach?
I have a project that I’m just noww operating on, and I have
been at the look out ffor such info. https://Hot-Fruits-glassi.blogspot.com/2025/08/hot-fruitsslot.html
Hi everyone, it’s my first go too see at this website, and post is actually fruitful for me,
keep up posting therse thpes of articles or reviews. https://Topdubaijobs.ae/employer/tonebet-casino