রামুতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার ঃ রামু উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ১৫ আগষ্ট সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে। আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নির্দেশে রামু থানা রোডের হাজারীকুল হেলালী ম্যানশনের সামনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জাতীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন,সকাল ৯ টায় কুরআন খানি ও মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারণ সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দুপুর ১ টা ৩০ মিনিটে খিচুড়ি বিতরন ও আলোচনা সভা।
রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক আনছারুল হক ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপুর সঞ্চালনায়
দিনব্যাপী কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির, ভোলা নাথ শর্মা, ফরিদ আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান দিলীপ বড়ুয়া, অনিক
বড়ুয়া, আজিমউল আলম লিউটন, এজাওয়াত এনায়েত উল্লাহ মহাব্বত, শোহাগ চৌধুরী, সালাহ আহমদ, আব্দুস শুক্কুর ও ফোরকান মিয়া।
এদিকে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ্ব তৈয়ব উল্লাহ মাতাব্বর, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, রামু উপজেলা
তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, রামু উপজেলা ওলামা লীগের জামাল উদ্দিন আনছারী, রামু ফতেখাঁরকুল ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কৃষকলীগ নেতা আব্দুস সোবাহান মুন্না চৌধুরী প্রমুখ।
জাতির পিতার দূরদর্শী, সাহসী নেতৃত্বে বাঙালি জাতি আজ স্বাধীন রাষ্ট্র পেয়েছে উল্লেখ করে তারা বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বক্তারা শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুরস্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
Greeting from Los angeles! I’m bored at work soo I decided to
browse your website on my iphone during lunch break.
I really like the knowledge you present here and can’t wait to take
a look when I get home. I’m surprised at how quick
your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G ..
Anyhow, great site! https://glassiuk.wordpress.com/
Appreciating the commitment you put into your website and in depth information you offer.
It’s nice to come across a blog every oce in a while that isn’t the same outdated rehashed material.
Wonderful read! I’ve bookmarked your site and I’m indluding your RSS feeds to my Google account. https://Ariaqa.com/employer/tonebet-casino/