জাতীয়রাজনীতি

শহীদ সাদেকুর রহমানের নামে রাস্তার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করা হবে- প্রিন্স

ধোবাউড়া প্রতিনিধি : এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণের পাশে ছিলো, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। জনগনের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ সাদেকুর রহমানের নামে রাস্তার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করা হবে। শহীদদের বীরের মর্যাদা দেয়া হবে ও তাদের পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে। ৭ আগষ্ট ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়। এর আগে, এমরান সালেহ প্রিন্স কালিকাবাড়ী গ্রামে শহীদ মাওলানা সাদেকুর রহমানের কবর জিয়ারত  করেন এবং তাঁর  পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সান্তনা দেন।

এসময় তিনি বলেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আগামী রমজানের আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌছাবে। এবার ধানের বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। জনগণকে আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেবে।  গণঅভ্যুত্থানের আকাঙক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নাই।  তিনি জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি জনকল্যাণে বিএনপির আগামী সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরীব কৃষককে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, এক বছরের জন্য শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, অন্যান্য বেকারদের কর্মসংস্থান, শিল্প কলকারখানা স্থাপনসহ জনকল্যাণে বিএনপি ব্যাপক কর্মসূচী নিয়েছে।

স্মরণ সভায় শহীদের পিতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জি এম আজাহারুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক,যুগ্ন  সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক আবুল হাসেম, যুগ্ম আহবায়ক গাজীউর রহমান গাজী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সরকার, ফরহাদ রব্বানী সুমন আঃ কুদ্দুস, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাহাবুদ্দিন মেম্বার আঃ খালেক মাষ্টার,হাজী মোফাজ্জল হোসেন কৃষকদলের উপজেলা কমিটির আহবায়ক নয়ন মন্ডল, যুবদলের ফরহাদ আল রাজী , ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সাদেকুর রহমান গতবছরের ৭ আগস্ট সাভারে পুলিশের গু*লিতে মারাত্মকভাবে আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।