জাতীয়

শালীহর গনহত্যা শহীদরা মুক্তিযোদ্ধে ৫৪ বছরে ও কোন স্বীকৃতি পেলেন না

আনোয়ার হোসেন শাহীনঃ ১৯৭১ সালে ২১ আগস্ট ময়মনসিংহে গৌরীপুরে শালীহর গ্রামে গনহত্যার শহীদরা মুক্তিযোদ্ধে ৫৪ বছরে ও কোন স্বীকৃতি পেলেন না।

এ দিনে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা রেলযোগে গৌরীপুরের বিষকা স্টেশনের অদুরে থামে। হানাদার বাহিনী ট্রেন থেকে নেমে এদিন তারা স্থানীয় মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে শালিহর গ্রামে হানা দিয়ে বীর মুক্তিযোদ্ধা আশোতোষ রায়, আবুল হাসিমের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় পাকবাহিনী ধরে নিয়ে যায় আবুল হাসিমের বাবা ব্যাবসায়ী ছাবেদ হোসেন বেপারীকে। এর আগে ১৬ মে ধরে নিয়ে যায় ক্রীড়াবিদ মধুসূদন ধরকে। তারা আজও ফিরে আসেননি।

২১ আগষ্ট পাক হানাদার বাহিনী শালীহর গ্রামের তান্ডব চালিয়ে ১৪ জন নিরপরাধ ব্যাক্তিকে ধরে নিয়ে নানা স্থানে ব্রাস ফায়ারে হত্যা করে। বর্তমানে শালীহর কদমতলি বুদ্ধভুমি স্মৃতিসৌধ তৈরী করা হয়েছে। ৭১ এ নিহতরা হলেন-মোহিনী মোহন কর,জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র বিশ্বাস,নবর আলী, কিরদা সুন্দরী,শচীন্দ্র চন্দ্র বিশ্বাস, তারিনী কান্ত বিশ্বাস,খৈলাশ চন্দ্র নম দাস,শক্রোগ্ন নম দাস, রামেন্দ্র চন্দ্র সরকার,অবনী মোহন সরকার, দেবেন্দ্র চন্দ্র নম দাস, কামিনী কান্ত বিশ্বাস, রায় চরন বিশ্বাস।

হানাদার বাহিনীর হাতে নিহত ১৪ জন মুক্তিযোদ্ধে ৫৪ বছরেও শহীদের স্বকৃতি পেল না।

০১৭১৮৪১৫৪৭৪