শেরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে ।‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ২২ মে সোমবার সকালে জেলা কালেক্টরেট চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
উদ্বাধনশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সরকার স্মার্ট ভূমি সেবা চালু করেছে। তারই আওতায় ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে কার্যক্রম চলছে। ই-সেবা চালু করার পর জেলায় ৬ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের বিপরীতে গত ১০ মাসে প্রায় ৯০ ভাগ আদায় হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জন্য ই-নামজারি, খাজনা আদায়, জমির পর্চা, মৌজা ম্যাপ প্রদানসহ অন্যান্য সেবাসমূহ স্টল থেকেই নিতে পারবেন।
অনুষ্ঠানে সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
When some oone searches for his ncessary thing, therefore he/she desires to be available
that iin detail, therefkre that thing is maintained over here. https://W4i9o.Mssg.me/