শেরপুর জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগষ্ট বিকেলে শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাও: মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ জামাল উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল্লাহ, নকলা উপজেলার সভাপতি মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, শ্রীবরদীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
সভায় অবিলম্বে এমপিও ভূক্ত সকল শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ দাবি আদায়ের জন্য জামিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে যে কোন সময় ডাক আসতে পারে। এজন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান বক্তারা।
সভায় সংগঠনের কার্যক্রম তরান্বিত করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।