সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটি গঠিত

শহর প্রতিনিধি ঃ অসাম্প্রদায়িক,শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ো মূলসুরকে প্রতিপাদ্য করে সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মেলন ২০২২ গত ৬ অক্টোবর ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ সভাপতি এ্যাড শিব্বির আহমেদ লিটন এর সভাপতিত্বে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে শোক প্রস্তাব উত্থান ও নিরবতা পালনের মধ্য দিয়ে অালোচনা শুরু হয়। শুরুতে গত কমিটির সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং বিগতদিনের কার্যক্রম প্রতিবেদন তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলার সভাপতি এ্যাড এমদাদুল হক মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল, বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাব্বির রেজা, ওয়াহেদুর রহমান, অহনা নাসরিন, বাবলী আকন্দ। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী। পরে কবি স্বাধীন চৌধুরীকে সভাপতি এবং অহনা নাসরিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৫ ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *