সুশিক্ষা মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে : ইউএনও জুয়েল আহমেদ
এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল:
সুশিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার পেছনের গল্পের মূল কারিগর হচ্ছে আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা সু-মানুষ হিসেবে গড়ে উঠে। এক সময় ওই সকল শিক্ষার্থীরা সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার কারিগর হয়।
কথাগুলো বলেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন ল্যাবরেটরী স্কুলের সভাপতি মোঃ জুয়েল আহমেদ।
তিনি বুধবার (২২ নভেম্বর) ত্রিশালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক এ.টি.এম শিহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
Hey there arre using WordPress for your blog platform?
I’m new to the blog world but I’m trying tto geet started and create my own. Do you require any coding expertise to
make your own blog? Any help would be really appreciated! https://z42mi.mssg.me/
This webb site really has all the info I needed about this subject and didn’t knw who
to ask. https://Timviec24H.Com.vn/companies/tonebet-casino/