অনিয়ম-দূর্নীতিজাতীয়

সেতু নির্মাণের আগেই ঝুঁকিপূর্ণ ; নির্মাণ কাজে গাফিলতি

নেত্রকোনা প্রতিনিধি : পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। সেতুটি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ইসবপুর পালের ঘাট এলাকায়। ব্রীজ নির্মাণ নিয়ে স্থানীয়দের অভিযোগ,সেতুর নিজ থেকে মাটি উত্তোলনে ব্রীজটি ফিটনেস হারিয়েছে। নির্মাণকাজের মান ও সময় ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, নির্মাণকাজে ব্যবহৃত পাথর, বালু ও অন্যান্য উপকরণের মান অত্যন্ত নিম্নমানের। এছাড়া ঢালাই ও ফিনিশিং কাজেও শৈথিল্যের দেখানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের নিচে পর্যাপ্ত মাটি নেই। ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রক্রিয়া চলমান। ব্রীজটি নির্মাণের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

জানা গেছে, ঠিকাদারের নির্দেশে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হয়েছে। এ প্রকল্পের নির্ধারিত সময়সীমা কয়েক দফা বাড়ানো হলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। প্রীতম এন্টারপ্রাইজ নামের ঠিকাদার মোঃ সাইফুল ইসলাম এই কাজটি করছেন।

এ বিষয়ে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন জানান, ব্রীজের নিজ থেকে যারা মাটি উত্তোলন করেছে তাদের সেই মাটি ভরাট করে দিতে হবে। আমরা নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছি। যদি কোথাও ত্রুটি থেকে থাকে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তিনি আরও বলেন কাজ এখনো চলমান রয়েছে আমরা নিয়মিত তদারকি করছি। সঠিকভাবে কাজ সম্পন্ন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা,সরকারি অর্থে নির্মিত এই সেতুটি মানসম্মতভাবে সম্পন্ন হলে এলাকার যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।