হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বালু জব্দ করলেন নির্বাহী কর্মকর্তা
মোঃ বাবুল হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিয়ম বহির্ভূত যায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করা হয়।
১৩ সেপ্টেম্বর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীনূর খান। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত এবং সূর্যপুর ক্যাম্পের বিজিবির সদস্যবৃন্দ।
অভিযানে বালু উত্তোলনের ড্রেজার মেশিন নষ্ট করা হয়। অবৈধভাবে উত্তোলনকৃত বালুও জব্দ করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা বলেন, এধরনের কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।