জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি

হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার না লেখার প্রজ্ঞাপন বাতিল করার দাবিতে মানব বন্ধন 

শেরপুর প্রতিনিধি : এলোপ্যাথিক চিকিৎসকদের দাবীর প্রেক্ষিতে সরকার কর্তৃক দেয়া হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাক্তার না লেখার বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন বাতিল করার দাবিতে মানব বন্ধন করেছে শেরপুর জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা।
 ৩১ আগষ্ট দুপুরে শেরপুর সদরের বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত এ মানব বন্ধন ওই কলেজ মাঠে  অনুষ্ঠিত হয়।
আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আজিজুর রহমান ফরিদ, উপাধ্যক্ষ ডাঃ মোঃ আবুল কাশেমসহ অন্যরা বক্তব্য রাখেন।
জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত সরকারকে হোমিওপ্যাথিক ডাক্তারদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবী করেন। তারা বলেন, সংসদে পাস করা আইন অনুযায়ী বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাধ্যমে আলাদাভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। বিএমডিসির মাধ্যমে পরিচালিত হয় এলোপ্যাথিক চিকিৎসা কার্যক্রম। কাজেই তাদের কথায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের ওপর বিধিনিষেধ অমানবিক ও বিধি বহির্ভূত।