বিজয়ীদের মধ্যে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির পুরস্কার বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা পাবলিক লাইব্রেরি আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পাবলিক লাইব্রেরির সহ: সভাপতি আ.ম.ম আব্দুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রথম সহ: সাধারণ সম্পাদক এ. এফ. এম. ইমদাদউল্লাহ। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো: রমজান আলী। বক্তব্য রাখেন লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, সিনিয়র সহ: সভাপতি এ্যাড. মাসুদ ইকবাল, আজীবন সদস্য অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক শাহজাহান শাজু, সাহিত্যিক মাওঃ শহিদুল্লাহ, কামরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন প্রমুখ।
সভা শেষে আয়োজিত বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।