ময়মনসিংহে ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ময়মনসিংহে ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৬ মে (মঙ্গলবার) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ময়মনসিংহ এর অধীনে ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, উপ-মহাপরিচালক, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় চৌধুরী পিভিএম, পরিচালক, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম, পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোজাফর আলী, সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও ভিডিপি ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাহিনীর আইন-কানুন গুলো দৃঢ়তা, প্রজ্ঞা ও অধ্যবস্যায়ের সাথে আত্মস্থ করার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও জনগণের সেবার কাজে লাগানো যায়।
তিনি আরো বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবামূলক কাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেরা ৩ জন চৌকশ প্রশিক্ষণার্থীকে পুরস্কারসহ সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা হতে আগত ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত মোট ১০০ জন পুরুষ সদস্য সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে।
প্রেস বিজ্ঞপ্তি