অন্যান্যআন্তর্জাতিকজাতীয়শিক্ষা ও সংস্কৃতিসাহিত্য ও দর্শন

নজরুল জন্মোৎসবে মেতে উঠছে ময়মনসিংহের ত্রিশাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কবির স্মৃতিধন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিরামপুর উৎসবে মাতোয়ারা হয়ে উঠছে। ০৩ (তিন) দিনব্যাপী (২৫-২৭ মে, ২০২৫) অনুষ্ঠেয় জন্মোৎসব নানান আঙ্গিকে সাজানো হয়েছে।

আগামীকাল ২৫ মে রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ২৬ মে সোমবার জন্মোৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ। মঙ্গলবার ২৭ মে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জন্মোৎসবে একটি সময়োপযোগী প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এ বছর এই মহান কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

পিআইডি,ময়মনসিংহ।