জাতীয়রাজনীতি

এবার নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে –প্রিন্স

মোঃ বাবুল হোসেন:  দেশে আবারও একটি মহল নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংঘাত ও অস্থিরতা তৈরি করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিলম্বিত করতে চায়। উদ্দেশ্য—গণতন্ত্র নয়, বরং নির্বাচন ছাড়াই ক্ষমতার ভাগ নেওয়া। ৭ই জুলাই বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স । তিনি আরও বলেন, “নতুন একটি রাজনৈতিক মহল গঠিত হয়েছে, যারা লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে ইউটার্ন নিয়ে নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নতুন নতুন ইস্যু সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “নবীন রাজনৈতিক দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন—তাদের স্বাগত জানাই। তবে সংসদ জয় করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে, মঞ্চে মাইক হাতে না।”

বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা ১৬ বছর ধরে লড়াই করছি। যারা তখন স্বৈরাচারকে সমর্থন দিয়ে আরামে ছিলেন, আজ তারাই গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন। বিএনপি কারও রক্তচক্ষু দেখে ভয় পায় না, অন্যের উদ্দেশ্যমূলক এজেন্ডাও মেনে নেয় না।” “নির্বাচন ও জনগণের ভোটাধিকার হরণকারী পদ্ধতির যারা পৃষ্ঠপোষক, তাদের উদ্দেশ্য সুস্পষ্টভাবে গণতন্ত্রবিরোধী। এই অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে।”

তারেক রহমান ঘোষিত কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “বিএনপি ইতোমধ্যে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণে কী করবে, তা জাতির সামনে তুলে ধরেছে। এখন এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ ভোটে না গিয়ে ক্ষমতায় এসেছে, বিএনপি তা কখনোই করবে না। জনগণকে সন্তুষ্ট না করে অন্য পথ ধরে ক্ষমতায় যেতে চাইলে তা হবে গণতন্ত্রের পরাজয়।”

কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।