জাতীয়রাজনীতি

শ্রীবরদীতে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৯ আগষ্ট রাতে জেলা বিএনপির পক্ষে শ্রীবরদী উপজেলা বিএনপির আকাধিক নেতা এ আর্থিক সহায়তা প্রদান করেন।
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে নিজের বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর চলছে তোলপাড়। অসুস্থ স্ত্রীকে বিশ বছরের সেবা করার প্রশংসনীয় কাজের সব এক ভিডিওতেই শেষ হয়ে যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর গ্রামের খলিলুর রহমানের।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভাইরাল এ ঘটনার বিষয়ে দৃষ্টি আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে ৯ আগষ্ট রাতে আর্থিক সহায়তা করা হয়।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশের পক্ষে শ্রীবরদী উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান আঙ্গুর ও আবু রায়হান আল বিরোনী।
এসময় আবু রায়হান আল বিরোনী বলেন, এঘটনাটি আমাদের নাড়া দিয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।